আশেকে এলাহী শিবলী — ধুনট (বগুড়া) প্রতিনিধি।
বগুড়ার ধুনটে গোপন সংবাদের ভিত্তিতে ১৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা। সোমবার সন্ধ্যা ৭.২০ ঘটিকার সময় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মধ্যপাড়া গ্রামীন কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলামপুর ঈশ্বরঘাট গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত দুলাল প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত মফিজ শেখের ছেলে কালাম শেখ(৫৮), তারাকান্দি গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ইমরুল কাদের সেলিম(৪৮) ও নলডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়া এলাকার সোলায়মান আলী প্রামানিকের ছেলে উজ্জল মিয়া প্রাং(৪০)।
আটককৃতদের মধ্যে সবার নামেই একাধিক মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার দিন সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম এর নের্তৃত্বে ধুনট উপজেলার ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত হাবিজার রহমানের ছেলে আল বাহারের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি চৌকস দল। অভিযানে মাদককারবারিদের গ্রেফতারসহ তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদক নির্মূলে ডিবি পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আটককৃতদের নামে ধুনট থানায় মামলা করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদককারবারিদের গ্রেফতার করে ধুনট থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।