
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় পরিবারের অগোচরে বিষপান করে রুমেল মিয়া (২২) নামের এক যুব নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। রুমেল ওই গ্রামের আশরাফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমেল মিয়া বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অস্থিরতায় ভুগছিলেন। কাজকর্মে অনিয়মিত ছিলেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগও কমে যায়। ঘটনার দিন দুপুর ২টার দিকে বাড়িতে একা থাকার সুযোগে তিনি কীটনাশক জাতীয় বিষপান করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রুমেলের মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক অস্থিতিশীলতার কারণেই রুমেল আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।