জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি খুলনা।
খুলনা দিঘলিয়ার উপজেলার সেনহাটি স্টার ২নং গেট বাজারে এক উষ্ণ ও আনুষ্ঠানিক পরিবেশে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন। সোমবার(১ ডিসেম্বর-২০২৫) বিকাল ৪টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় গণমাধ্যম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সাংবাদিকদের এই নতুন উদ্যোগকে স্বাগত জানান। উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি আধুনিক ও সক্রিয় সংবাদকক্ষ গণমানুষের সঠিক তথ্যপ্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, ন্যায় ও সত্যের অনুসন্ধানে সাংবাদিকরা কাজ করলে সমাজ উপকৃত হয়। নতুন অফিসে বসে সাংবাদিকরা আরও গতিশীল, পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যাতে সাংবাদিকদের সফলতা, সুস্বাস্থ্য ও নিরাপদ পেশাগত জীবনের জন্য দোয়া করা হয়। উপস্থিত অতিথিরা নতুন কার্যালয় পরিদর্শন করে কর্মপরিবেশের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ আবুল কাসেম, বাবু সৌমিত্র দত্ত, আবিদ আজাদ, বেনজির আহমেদ মূকুল, কুদ্দুস মোল্যা, জাহিদ হাসান, মিলন প্রমুখ।
উদ্বোধনী এই আয়োজন স্থানীয় সাংবাদিকতায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হয়েছে।