
জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা
খুলনা দিঘলিয়া উপজেলায় একজন প্রতিবন্ধী নাম তার জাকির হোসেন বয়স(৫৫)পেশায় তিনি একজন প্রতিবন্ধী টং দোকানদার।
দিঘলিয়া উপজেলার সেনহাটী স্টার জুট মিলের ২নম্বর গেট সংলগ্নে গ্রামের বাড়ি। জাকির হোসেনের পা দুটো নেই। দিঘলিয়া উপজেলা সমাজ সেবা অফিস থেকে প্রতিবন্ধী কার্ড ছাড়া আর কোন কিছুই পায় না দৈনিক নয়া বাংলা টিভিকে জানান। দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের সামনে হুইল চেয়ারে বসে টঙের দোকান কোনরকম পান সিগারেট বিক্রি করে তার দিন পার করে যাচ্ছেন। তিনি মাঝে মাঝে পায়ের সমস্যার কারণে গুরুতর ভাবে অসুস্থ হয়ে পরেন। সে চিরদিনের জন্য চলাফেরার শক্তি হারিয়েছেন। যেখানে যায় না কেন হুইল চেয়ার ছাড়া চলা অসম্ভব হয় বটে।বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য সাহায্যের প্রয়োজন।
অসুস্থ ও প্রতিবন্ধী জাকির হোসেনের স্ত্রী ও ছেলে-মেয়ে নেই তিনি একা। তিনি সকলের কাছে সাহায্যে চেয়েছেন।
জাকির হোসেন বলেন, যে যার স্থান থেকে পারেন আমাকে সাহায্য করবেন। আমার দুটো পা নেই আমি যেন সকলের সহযোগিতায় নিজে সুন্দরভাবে বাঁচতে পারি।
যে যার জায়গা থেকে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। চিকিৎসা করে জাকির হোসেন যেন নিজ পায়ের এবং তার আরো উন্নতমানের চিকিৎসার জন্য নিজের সাধ্যমত চলাফেরা করতে পারেন এবং জাকির হোসেনের উন্নতমান চিকিৎসার জন্য তার অনেক অর্থের প্রয়োজন। যা তাদের দ্বারা ব্যয় করা সম্ভব নয়। একটি টঙের দোকানের উপর নির্ভরশীল তার জীবন যুদ্ধের চলার চলার পথ।সকলে তার জন্য দোয়া করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন।