আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি ঃ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানীর একটি অপারেশন দল কর্তৃক ২৯ নভেম্বর ২০২৫ ইং সময় ১৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাজলা এলাকায় অপারেশন পরিচালনা করে বেলপুকুর থানার মামলা নং-০৮, তারিখ-১৪/০৭/২০১৯, জিআর-১১২/১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ৮(ক), প্রসেস নং-২৩০/২৫, তারিখ-১৭/০৯/২০২৫ খ্রিঃ, এর ১ বছর ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড তৎসহ ৩০০০/-টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামি ১। মোঃ রাকিব হোসেন (৩২), পিতা-মৃত জামরুল, সাং-রঘুরামপুর, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী 'কে গ্রেফতার করে। গ্রেফতারী পরোয়ানা ইস্যুর পর হইতে গ্রেফতার এরাইবার উদ্দেশ্য দির্ঘদিন যাবৎ আত্মগোপন করে ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত প্রেফতারকৃত আসামিকে উক্ত পরোয়ানা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, সে সত্যতা স্বীকার করে।
আসামীকে রাজশাহী মহানগরের বেলপুকুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলো। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।