
আশেকে এলাহী শিবলী
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের নির্দেশনায় রবিবার বাদ যোহর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ধুনট বাজার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, একে মিনু, আল মামুন, হাসান মাহমুদ অপূর্ব, পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, হোসাইন নিষাদ, মোত্তালিব তুহিন, শুভ হাসান, ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সহ-সভাপতি শাকিল আহমেদ, শান্ত ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন প্রান্ত, মারুফ হাসান, ইউনিয়ন ছাত্রদল নেতা নুর মোহাম্মদ তোতা, রেজভী সাগর, জিহাদ হাসান, ইমরান আহমেদ, আরিফুল ইসলাম ও মেহেদী হাসানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন