
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে মশাল মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বথুয়াবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আরাফাত হোসেন নলডাঙ্গা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।
মামলা সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগের মশাল মিছিলকে কেন্দ্র করে যুবদল নেতা রিপন শেখের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ১৯ ফেব্রুয়ারি রিপন শেখ বাদী হয়ে ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০–৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, “গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”