জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনা দিঘলিয়া উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
গতকাল রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ওসি তদন্ত প্রবীর বিশ্বাস, নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট 2আইসি এন এম আজাদ, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোনায়েম খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ কাইউমুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সামসুন নাহার, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পুষ্পেন্দু দাশ, গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কাপিল বসাক, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক মোঃ আবুল হাসনাত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ আলম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার এ অনুষ্ঠানে নিজস্ব বরাদ্দে একটা সুন্দর ও আনন্দঘন অনুষ্ঠান করতে পারি তার জন্য সকল দাপ্তরিক কর্মকর্তাদের আন্তরিক অংশগ্রহণ নিশ্চিতের অনুরোধ জানান।