চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
চুয়াডাঙ্গা জেলায় গত ২৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ অপরাহ্নে মোহাম্মদ মনিরুল ইসলাম ৩০তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গা জেলায় পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নবাগত পুলিশ সুপার অদ্য ৩০ নভেম্বর ২০২৫ইং সকাল ১১:৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে জেলা পুলিশের চৌকস দল "গার্ড অব অনার" প্রদান করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ উল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আনোয়ারুল কবির অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।