সাঁথিয়া(পাবনা )প্রতিনিধি:
সাঁথিয়ায় পৌর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর জামায়াতের আমীর হাফেজ আব্দুল গফুর এর সভাপতিত্বে এবং জামায়াত নেতা নজরুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন শহিদ মাও: মতিউর রহমান নিজামীর পুত্র জামায়াত মনোনিত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
তিনি আরো বলেন,গত ১৬টি বছর আ"লীগ সরকারের হাতে জামায়াত বিএনপি যেভাবে নির্যাতিত হয়েছে তাতে ইতিহাস হার মানবে। বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে ঠুনকো একটি কেসে তাকে দীর্ঘ দিন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল। আজ তিনি জীবন মরনসন্ধীক্ষনে তার জন্য দোয়া করবেন। ফ্যাসিস্ট সরকার জামায়াতের প্রধান নেতাদেরকে ফাঁসি দিয়েছে। আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট বিল্পববের মাধ্যমে এর জবাব দিবে।
উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ,জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস সদস্য অধ্যাপক ড. ইদ্রিস আলম, উপজেলা আমির মওলানা মোখলেসুর রহমান, উপজেলা সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোস্তফা কামাল মানিক, পৌর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মালেক, সাঁথিয়া বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সামাদ মোল্লা, অবসর প্রাপ্ত প্রকৌশলী শ্রী পরিতোষ কুমার সরকার, মেহেদি হাসান সহ আরো অনেকে।