
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন । মানিকগঞ্জ।
মানিকগঞ্জ মডেল হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের ও শিক্ষক-শিক্ষিকা নিয়ে ১০০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
২৮ শে নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ৮টা হইতে মানিকগঞ্জ ঐতিহ্যবাহী মডেল হাই স্কুলে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের নিয়ে ১০০ বছর পূর্তি উপলক্ষে স্মরণকালের দিনব্যাপী মিলন মেলা আয়োজন করা হয়।ঐতিহ্যবাহী মানিকগঞ্জ মডেল হাই স্কুল ১৯২৫ সালের স্থাপিত হয়। সকাল ৯ টায় জাতীয় সংগীত,পতাকা উত্তোলন,পবিত্র কোরআন তেলাওয়াত গীতা পাঠ ও বেলুন উড়ানো মাধ্যমে ঐতিহ্যবাহী মডেল হাই স্কুলের শতবর্ষ পূর্তির শুভ সূচনা করা হয় । পরে বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মানিকগঞ্জ ৩ আসনের ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানান আয়োজক কমিটির চেয়ারম্যান মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন,সদস্য সচিব জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ,উদযাপন পরিষদের উপসচিব জিয়াউদ্দিন আহমেদ কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখার সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার , বিএনপি’র পৌর কমিটি সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ সহ আরো অনেকে । শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা বাল্য জীবনের বন্ধুদের সাথে আড্ডায় দিনভর আনন্দ উল্লাস করে।
সন্ধ্যায় সংগীত অনুষ্ঠানে জেমসের গানে গানে আনন্দে অনুষ্ঠানকে রাত এগারোটা পর্যন্ত প্রাণবন্ত করে তোলে।