চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বায়েজিদ জোয়ার্দার
নভেম্বরের মাঝামাঝি থেকেই চুয়াডাঙ্গায় শীত পড়তে শুরু করেছে। শীতের তীব্রতা কম থাকলেও সকাল-সন্ধ্যায় হিমেল বাতাসে ঠান্ডা অনুভূত হচ্ছে। গত এক সপ্তাহ থেকে জেলার তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বুধবার সকালে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শ্রমজীবী মানুষেরা বলছেন, শীতের তীব্রতা না থাকলেও ভোরের ঠান্ডায় তাদের দূর্ভোগে পড়তে হয়। গরম কাপড় ছাড়া বাইরে আসা যাচ্ছে না। হালকা কুয়াশার সাথে মৃদু শীতল বাতাস জানান দিচ্ছে শীত এসে গেছে। প্রকৃতির খেয়ালে শীত এলেও চুয়াডাঙ্গায় নিম্ন আয়ের মানুষদের কষ্ট শুরু হয় শীত মৌসুমে।
ভুক্তভোগীরা বলছেন, সন্ধ্যা হলেই কুয়াশার সাথে হিমেল হাওয়া বইতে শুরু করছে। সকাল অবধি এই হাওয়া ও কুয়াশার উপস্থিতি বোঝা যাচ্ছে। যদিও আবহাওয়া অফিস বলছে, আগামী দু’একদিন আবহাওয়া অপরিবর্তিত বা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান বলেন, এ বছর ডিসেম্বরের শুরু থেকেই চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়বে।ç