আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন জেলা প্রতিনিধি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৭ নভেম্বর ২০২৫ তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর যানাধীন ০৬নং মহারাজপুর ইউপির ০৫নং ওয়ার্ডস্থ বালু বাগানে জনৈক আকবর আলীর বাড়ির পূর্ব পাশে জনৈক জামাল উদ্দিন এর পরিত্যক্ত জমি হতে ২০:৩০ ঘটিকায় মাদক কারবারী ১। মোঃ শাহিন (৩৮), পিতা-এনামুল, সাং-ভাগ্যবানপুর গাইনপাড়া ০৫ নং ওয়ার্ড, ২। কবির (২৭), পিতা-মৃত এনামুল, সাং-লক্ষীপুর কদুড়তলা, উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে'কে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে এবং একই তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে আম বাগানের ভিতর হতে ২২:৩০ ঘটিকায় মাদক কারবারী ১। মোঃ মমিন আলী (৪২), পিতা-মৃত মোস্তফা, ২। মোঃ আবু হায়াত (৬২), পিতা-মৃত বজলুর রহমান, উভয় সাং-চক আলমপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ২৯০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর ২০২৫ তারিখ র্যাব-৫, সিপিসি-১ এর পৃথক দুইটি আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ০৬নং মহারাজপুর ইউপির ০৫নং ওয়ার্ডস্থ বালু বাগান এলাকায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে আম বাগানের ভিতরে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ০৬নং মহারাজপুর ইউপির ০৫নং ওয়ার্ডস্থ বালু বাগান এলাকা হতে আসামী ১। মোঃ শাহিন (৩৮), পিতা-এনামুন, সাং-ভাগ্যবানপুর গাইনপাড়া ০৫ নং ওয়ার্ড, ২। কবির (২৭), পিতা-মৃত এনামুল, সাং-লক্ষীপুর কদুড়তলা, উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ দ্বয়ের কাছে থেকে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিচ ইয়াবা ২৭ নভেম্বর ২০২৫ তারিখ ২০.৩০ ঘটিকার সময় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয় এবং একই তারিখ ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ভাগ্যবানপুর সাইনপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে আম বাগানের ভিতর হতে মাদক কারবারী ১। মোঃ মমিন আলী (৪২), পিতা-মৃত মোস্তফা, ২। মোঃ আবু আয়াত (৬২), পিতা-মৃত বজলুর রহমান, উভয় সাং-চক আলমপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ২৯০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।