
জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি।
আহতদের মধ্যে ২জন মাছের শ্রমিক অপরজন ট্রাকের ড্রাইভার। এই ঘটনায় আহত হয়েছে আরও ৩জন, একটি বালির ট্রাকের সংঘর্ষে দুইটি মাছের পিকআপ ঘটনাস্থলে চুরমার হয়ে যায়।
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর-২০২৫) সকাল ভোর ৬ টায় খুলনা- কুষ্টিয়ার মহাসড়কের এলাকার চৌরাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মাছের পিকআপ ও ট্রাকের সংঘর্ষের একজন হচ্ছে উপজেলা প্রেস ক্লাব দিঘলিয়া খুলনার চলমান বিশ্বের সাংবাদিক কুদ্দুস মোল্লার ভাতিজা।
আহতরা হলেন দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের মৃতঃ গাফফার মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (২৫), একই গ্রামের বাশার মল্লিকের ছেলে মিকাইল মল্লিক (২৭), পিতার নাম না জানা হিমাহিত (৩২)। তারা তিনজন মাছের শ্রমিক। গুরুত্ব আহত অপরজন হলেন ট্রাকের ডাইভার।
জানা যায়, মহাসড়কের কুষ্টিয়া মেইন শহরে চৌরাস্তা সামনে ঢাকামুখী একটি বালির ট্রাক চলন্ত অবস্থায় মাছের পিকআপ এর সাথে ধাক্কা মারে, পেছন থেকে মাছবাহী দুটি পিকআাপ ধাক্কার সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩জন গুরুত্ব আহত হয়। কুষ্টিয়ার জনগণের সহযোগিতায় কুষ্টিয়ার সদর হাসপাতালে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর একটি ইউনিট এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়ার সদরের হাইওয়ে পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা ট্রাক হেলপার ও সামনে চলন্ত অবস্থায় ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনায় কমলিত হয়। দুর্ঘটনার পর বালির ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়, হেল্পার ধরা পড়ে পুলিশের হাতে।এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।