কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বগুড়ার ধুনট উপজেলার আল জামিয়াতুল মাদানিয়া সোনামুখী (বাজার) মাদ্রাসায় আল ইহসান ব্লাড নেটওয়ার্কের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন শুরুর পর থেকে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন প্রায় শতাধিক শিক্ষার্থী রক্তের গ্রুপ পরীক্ষা করান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ জিহাদ আল হাসান। ক্যাম্পেইনের উদ্বোধন করেন আল ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মুফতী আশেকে এলাহী শিবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী শরিফুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাইমুন, দপ্তর সম্পাদক হাফেজ কাউসার আহমেদ এবং সদস্য মোঃ সানাউল্লাহসহ সংগঠনের আরও স্বেচ্ছাসেবীরা।
আয়োজনে রক্তদানের উপকারিতা, জরুরি সেবা ও মানবিক কাজের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা পুরো কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করেন।
উল্লেখ্য, আল ইহসান ব্লাড নেটওয়ার্ক আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নিয়মিত মানবিক রক্তসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।