
জাহিদ হোসেন, দিঘলিয়া
প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা প্রনিসম্পদ দপ্তর ও ভেটারিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প ও প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিঘলিয়া উপজেলা পরিষদ মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ হারুন অর রশিদ। দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন এর পরিচালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া উপজেলা কন্টিনজেন্টের ২আইসি এন এম আজাদ, দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী, দিঘলিয়া থানার এসআই লিটন, এসআই আদর্শ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জামাল হুসাইন, দিঘলিয়া পানিগাতী হাসানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কাইসুর রহমান, দিঘলিয়া সদর মসজিদের ইমাম মাওঃ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার, আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব দিঘলিয়া খুলনার সাংবাদিক সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, সৌমিত দত্ত, জাহিদ হোসেন, কুদ্দুস মোল্লা এবং দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক ওয়াহেদ মুরাদ, রানা মোল্লা, এস এম শামীম আহমেদ প্রমুখ।