জোবায়ের চুয়াডাঙ্গা, জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামের কৃতি সন্তান পুলিশ সুপার রবিউল ইসলামকে নড়াইল জেলা থেকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। দেশের ৬৪ জেলায় পুলিশ সুপার পদায়নে এবার যে লটারি পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তার মধ্য দিয়েই রবিউল ইসলাম নতুন কর্মস্থল পেয়েছেন।
রবিউল ইসলামের শৈশব ও শিক্ষা যাত্রা শুরু হয়েছিল আলমডাঙ্গার ভোদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শতবর্ষী গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নিজ গ্রামের মৃত উম্বাদ আলী মোল্লার এই যোগ্য সন্তান সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতায় ইতোমধ্যে নিজেকে দেশের একজন সফল পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নতুন কর্মস্থল পঞ্চগড়ে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি আরও উচ্চতায় পৌঁছাবেন—এমনটাই প্রত্যাশা আলমডাঙ্গাবাসীর।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর ন্যায়পরায়ণতা, মানবিকতা ও কর্মোদ্যম আলমডাঙ্গার সুনামকে আরও উজ্জ্বল করবে—এই আশা ও বিশ্বাস সকলের।