1. news@dainiknayabangla.online : দৈনিক নয়া বাংলা : দৈনিক নয়া বাংলা দৈনিক নয়া বাংলা
  2. info@www.dainiknayabangla.online : দৈনিক নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেহউদ্দিন বাহার দৈনিক সরেজমিন পত্রিকার সাংবাদিক জেলা প্রশাসকের নিকট তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আবেদন ১৫০ পিস ইয়াবাসহ ডিবির অভিযানে ধুনটে চার মাদককারবারি আটক অসহায় প্রতিবন্ধী জাকির হোসেনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত মহানাম সেবক সংঘ,চট্টগ্রাম। রেজি নং চট্টঃ ২৫২২/০৩ এর পরিচালনায় – পরিবারের অগোচরে বিষপান: ধুনটে যুবকের মৃত্যু সিএনজির ভিতরে অভিনব কায়দায় বহনকালে ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারী সিএনজি সহ  সিপিসি-১, র‍্যাব-৫ এর জালে আটক  শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনার সাঁথিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

চাঞ্চল্যকর প্রতিবন্ধী যুবতীকে একাধিকবার ধর্ষণ মামলার মূলহোতা আসামি আজিজুল’কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও র‍্যাব-১,

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টর

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান ঢালিয়ে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম একজন ২৫ বছর বয়সের শারীরিক প্রতিবন্ধী মেয়ে। ভিকটিমের বাবা মা ভাই ঢাকায় থাকেন এবং ভিকটিম তার দাদি আনোয়ারা বেগম এর সাথে পুঠিয়া থানাধীন দমদমা গ্রামে থাকেন। আসামি আজিজুল মোল্লা (২৮) ভিকটিমের সম্পর্কে ঢাঢা হয়। গত ২২/১০/২০২৫ ইং দুপুর অনুমান ১২:৩০ ঘটিকায় ভিকটিমের দাদি বাড়িতে না থাকায় আসামি মোঃ আজিজুল মোল্লা রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দমদমা গ্রামস্থ ভিকটিমের বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরে প্রবেশ করে ভিকটিমকে ভয়-ভীতি দেখে তার ইচ্ছোর বিরদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণ করার শেষে ভিকটিমকে কাউকে কোন কিছু না বলার জন্য হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরবর্তীতে আসামী বিভিন্ন সময় ও তারিখে ভিকটিমকে পুনরায় একই ঘটনাস্থলে এসে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের দাদি ঘটনা জানতে পারেন এবং ভিকটিমের বাবা-মাকে বিষয়টি খুলে বলেন। বিষয়টি নিয়ে এলাকায় ঢাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের মাতা বাদী হয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যাহা রাজশাহী জেলার পুঠিয়া থানার মামলা নং-২৫, তারিখ-২৮/১০/২০২৫ খ্রিস্ত। ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২০ এর ৯(১)। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব উক্ত ঘটনার হায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ২৬/১০/২০২৫ তারিখ ১৯:২০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে সদর কোম্পানি, র‍্যাব-৫, রাজশাহী ও সিপিসি-২. র‍্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রক্ষিতে অভিযান পরিচালনা করে জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানাধীন মোমেনশাহ রোড, টি আই সি গেইট এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার এজারনামীয় মূলহোতা আসামি ১। মোঃ আজিজুল মোল্লা (৪৮), পিতা-মৃত সেরাজ মোয়া, সাং-দমদমা, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী কে গ্রেফতার করে। আসামীকে উক্ত ধর্ষণ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে সে সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হইয়াছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট