
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
বায়েজিদ জোয়ার্দার

নদ-নদী, খাল-বলি, পশু-পাখি বৃক্ষসহ প্রাকৃতিক সম্পদের প্রতি যাদের ন্যূনতম শ্রদ্ধা ও ভালোবাসা নেই তাঁদেরকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন না দিয়ে প্রকৃতি প্রেমিকদের অগ্রাধিকার দিতে সকল রাজনৈতিক দলকে ভেবে দেখতে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন- রাজনৈতিক অঙ্গীকারে জোরালো অঙ্গীকারের অভাবে নদীগুলো মারা যাচ্ছে খাল-বলি শুকিয়ে যাচ্ছে, পশু-পাখি নিধন হচ্ছে বৃক্ষসমূহ ইটভাটায় পুড়ে ছাই হচ্ছে। অর্থাৎ অবাধে প্রাকৃতিক সম্পদ হারিয়ে সৃষ্টির সৌর্ন্দয মানুষের বসবাসের উপযোগীতা হারাচ্ছে। এই ধ্বংসাত্মক প্রক্রিয়া রোধ করা না গেলে আগামীতে মানুষ আরও অসুন্দর পরিবেশের মধ্যে পড়বে এবং ভয়াবহ দুঃখ কষ্টের শিকার হবে।এসকল দুর্যোগের হাত থেকে বাঁচতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকার যুক্ত না হলে আমাদের আগামী দিনগুলো অসুন্দর ও বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তিনি এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।