
মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম)

গত ২৩ নভেম্বর রবিবার রাউজানের উত্তর আধার মানিক শান্তি সমিতির প্রাক্তন প্রধান উপদেষ্টা ও শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র মন্দিরের প্রতিষ্ঠাতা মহানুভব শ্রী সুধীর রঞ্জন চৌধুরী ও তাঁর সহধর্মিনী ভক্তিমতি ঝরণা রাণী চৌধুরীর বাৎসরিক সপিন্ডীকরণ উপলক্ষে স্মরণাঞ্জলি অনুষ্ঠান তাঁদের নিজবাড়ি রামকেনু কবিরাজের বাড়িতে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি রনজিত বিশ্বাসের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শ্রীধাম নবদ্বীপ থেকে আগত শ্রীমন্নিত্যানন্দ প্রভুর চতুর্দশ বংশাবতংস প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী মহারাজজী। সভায় প্রয়াত শ্রী সুধীর রঞ্জন চৌধুরী ও তাঁর সহধর্মিনী শ্রীমতি ঝরণা রাণী চৌধুরীর ভক্তিজীবন ও অনুপ্রেরণাদায়ী জীবন নিয়ে আলোচনায় অংশ নেন নন্দিত ধর্মতত্ত্ববিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, প্রবর্তক সংঘ বালাদেশ এর সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত,আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বণিক, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, শ্রীশ্রী হরিভক্তি প্রচারিণী সভা চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা পাণ্টু লাল সাহা, বর্তমান সভাপতি কান্তি লাল দাশ, খ্যাতিমান চিকিৎসক ডা. স্বপন চৌধুরী প্রমুখ। অধ্যাপক রাজীব বিশ্বাসের সঞ্চালনায় এ স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তর আধারমানিক শান্তি সমিতির সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার চৌধুরী।আলোচকবৃন্দ প্রয়াত দম্পতির ভক্তিময়, কর্মময় ও সেবামূলক জীবনাদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজ বিনির্মাণের আহ্বান জানান। সেই সাথে তাঁদের গড়ে দেওয়া প্রতিষ্ঠানের সঠিক রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন। স্মরণাঞ্জলি অনুষ্ঠানের পরপরই মহানামযজ্ঞের শুভ অধিবাস ও কীর্তন শুরু হয়। শ্রীশ্রী কৃষ্ণানন্দ মঠের সেবায়েত শ্রী শ্যাম সুন্দর দাসের পৌরহিত্যে অধিবাসে কীর্তন পরিবেশন করেন ভক্ত প্রবর শম্ভুনাথ দাস ও অধ্যাপক রাজীব বিশ্বাস। হাজারো ভক্তের উপস্থিতিতে প্রাণবন্ত এ আয়োজন শেষে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হয়। পরদিন অর্থাৎ ২৪ নভেম্বর সোমবার অহোরাত্র নামযজ্ঞ পূর্বাহ্নে সপিন্ডীকরণ ও শ্রীগ্রন্থাদি পারায়ণ মধ্যাহ্নে ও রাত্রে প্রসাদ আস্বাদন করানো হয়। শেষদিন অর্থাৎ ২৫ নভেম্বর প্রত্যুষে দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে স্মরণানুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।