
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট-সোনামুখী সড়কের মেসার্স ধুনট ফিলিং স্টেশনের সামনে বালুবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি উল্টে চালক শাহীন প্রামাণিক (৪৮) নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা পাঁচ যাত্রীর মধ্যে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী নাদিয়া পারভীন গুরুতর আহত হন এবং তাদের তিন সন্তান—ঝুমান (১৩), জাইন (১৫) ও জোহান (৬)—সামান্য আঘাত পান।
নিহত শাহীন প্রামাণিক ধুনটের নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মৃত দিলবর রহমানের ছেলে। আহত দম্পতি কাজিপুর উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা। তারা তিন সন্তানকে নিয়ে সিএনজিযোগে ধুনটের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাঁচ যাত্রী নিয়ে আলমপুর থেকে ধুনটের দিকে আসছিল সিএনজি (বগুড়া থ–১১–৪৮৪৯)। পথিমধ্যে একই দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের (বগুড়া ড–১১–০০১৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা বিপরীত দিকের ট্রাকটি আটক করলেও তার চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা বলেন,
“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সিএনজিটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত ছিল। চালককে মৃত অবস্থায় উদ্ধার করি এবং আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
পরবর্তীতে ধুনট থানা পুলিশ নিহত চালকের মরদেহ উদ্ধার করে এবং আটক ট্রাকটি থানায় নিয়ে যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন,
“নিহত শাহীন প্রামাণিকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে পুলিশ কাজ করছে।”