
জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি।
রবিবার সকালে নদীতে মিললো এক নারীর ক্ষত বিক্ষত গলিত লাশ! নারীর হাতে রশি বেঁধে হতভাগা বাবা নিজেই টেনে উপরে নিচ্ছে লাশ। মাছ ধরার জেলে ব্যক্তি নারীকে ধর্ষণ করে নৌকা থেকে ফেলে দেয়ার সময় জনগণ চোখে পরে যায়,তখন জনগণ সকলে মিলে পুলিশের হাতে সোপর্দ করে জেলেকে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর দক্ষিণ গুনরাজদী ডাকাতিয়া নদীর পারে-এলাকাবাসী ধারণা করছে নারীক কে ধর্ষণের পর নদীতে বেঁধে ফেলে দেওয়া হয়।