জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়ন ৯নং ওয়ার্ডে ঢ়াড়ী কান্দি নিজ স্বামীর হাতে কাকলি নামের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খুন হয়।
খুনের বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আসামীকে আটক করে ঈশানবালা পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অপরাধী ছেলেটা নারীকে পছন্দ করে বিয়ে করেন, ছেলেটার মুখে ভিডিও সাক্ষাৎকারে খুনি জহিরুল ইসলাম বলেন, আমার বউয়ের গর্ভে যে ৭ মাসের বাচ্চা রয়েছে, সেটা আমার জন্মের না, সে বিভিন্ন ভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে ভিডিও বার্তায় নিজের মুখে বক্তব্য তুলে ধরছেন।
আমি সাংসার জীবনে তাকে নিয়ে অশান্তিতে ছিলাম, আমার অজান্তে সে বিভিন্ন পরপুরুষের সাথে মেলামেশা করতো,
আমি তার এই অনৈতিক খারাপ কর্মকাণ্ডকে মেনে নিতে না পারায় তাকে ধান ক্ষেতের পাশে নিয়ে হাত, পা বেঁধে তাকে আমি খুন করি।
চাঁদপুর হাইমচর ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়ির এস আই কবিরসহ সঙ্গীয় ফোর্স ধান খেত থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে।
হাইমচর উপজেলার নীলকমলের চেয়ারম্যান মনির শিকদার জানান, খুনের খবর শুনে আমি ঈশানবালা বাহেরচর পুলিশ ফাঁড়িতে জানালে এস আই কবিরসহ সঙ্গীয় ফোর্স এসে লাশটি উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহিরুলকে আটক করে থানায় নিয়ে যায়।