
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সটুরিয়া গ্রামের গাজীখালী নদীর উপর ঝুঁকিপূর্ণ ব্রীজটি অপসারণ ও নতুন ব্রীজ নির্মাণের সুপারিশ করা হয়েছিল ২০২০ সালে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এলজিইডিকে জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও ২০২৫ সালেও প্রকল্প বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই।
সরকারি প্রতিবেদনে উল্লেখ ছিল—নদী খননের কারণে প্রবল স্রোত ব্রীজের নিচের মাটি সরে গিয়ে এটি যেকোনো সময় ধসে পড়তে পারে। কিন্তু দীর্ঘ পাঁচ বছরেও সংশ্লিষ্ট দপ্তরগুলো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
এদিকে ব্রীজটির বর্তমান অবস্থা আরও ভয়াবহ। নিচে বড় ফাঁকা, দুই পাশ ধসে পড়া, আর অল্প চাপেই কাঁপে পুরো কাঠামো। তবুও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ।
স্থানীয়দের প্রশ্ন—“জরুরি ভিত্তিতে ব্রীজ নির্মাণের নির্দেশ ছিল, পাঁচ বছরেও কি সেই জরুরি সময় আসেনি?”
তারা অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।