
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। মানিকগঞ্জ।
১৯৭১ সনে মহান স্বাধীনতার যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী নিশংসভাবে,নির্বিচারে নরকীয়ভাবে ঘিওর উপজেলায় তেরশ্রীতে নিরহ ৪৩জনকে গণহারে হত্যা করেছে।
আজ২২শে নভেম্বর ২০২৫ ইং শনিবার সকাল ৮টায় ঘিওর উপজেলা তেরশ্রীতে গণহত্যা দিবস ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাসিতা -তুল- ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক , জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত
ও গীতা পাঠ এবং ১মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়।
গণহত্যা দিবস আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিসি জেনারেল, এএসপি সার্কেল, ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি )সহ অনান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র ডঃ আকবর হোসেন বাবলুসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক, সদর থানার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন, ঘিওর উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ সহ অনান্য বীর মুক্তিযুদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেনী পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্য বলেন ১৯৭১ সনে তেরশ্রীতে যে গণহত্যা হয়েছে সেই সব শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি ।
জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বক্তব্য বলেন তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী ও অধ্যক্ষ আতিয়ার রহমান খান সহ নির্বিচারে গণহত্যার স্বীকার ৪৩ জন শহীদদের আত্নার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
গনহত্যা দিবসে তেরশ্রীতে শত শত এলাকা বাসীর ও
বীর মুক্তিযুদ্ধেরা উপস্থিত ছিলেন।