হোসেন বাবলা ( চট্টগ্রাম)
নগরীর ৩৯ নং ওয়ার্ড দক্ষিণ হালিশহর,সিমেন্ট ক্রসিং এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম -১১ সংসদীয় আসনের প্রার্থী আলহাজ্ব শফিউল আলম প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, পরাজিত শক্তিরা যেন আর কোন ফ্যাসিজম সৃষ্টি করে সন্ত্রাসী- চাঁদাবাজির লোকদের সহায়তা ক্ষমতায় আসতে না পারে তার জন্য সবাই কে ঐক্যবদ্ধভাবে দাঁড়ি পাল্লার সমর্থনে কাজ করতে হবে।
জুলাই স্মৃতি ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নতুন দেশ গড়তে ইসলামী জোটের ক্ষমতা ছাড়া বিকল্প আর কিছু নেই।
আলেম সমাজ কে সঠিক পথে পরিচালিত করতে বিশেষ ভাবে অনুরোধ জানান, এছাড়া কোন বিশেষ গোষ্ঠীর এজেন্টা বাস্তবায়ন জামায়াতে ইসলামী বেঁচে থাকতে হতে দিবে না। আগামী নির্বাচনে শৃঙ্খলার সহিত দাঁড়ি পাল্লায় ভোট চাইতে সকল নেতৃবৃন্দকে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর নেতা মোঃ আলমগীরের সভাপতিত্বে
উঠান বৈঠকের আলোচনা সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী, শিক্ষাবিদ সংগঠক মোঃ শাহেদ, ডাঃ মোঃ কামাল উদ্দিন, ইপিজেড থানা জামায়াতের বি এম সেক্রেটারি মুহাম্মদ মোজাম্মেল, সাবেক জামায়াতে ইসলামীর নেতা শাহ মোঃ নিজাম উদ্দিন, হাফেজ মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, মোঃ ইউনুছ,মোঃ জাহাঙ্গীর আলম,সি, ইউনিট সভাপতি মোঃ শফিউল আজম শফি,দারুস সালাম ইউনিট শাখা সাধারণ সম্পাদক মোঃ মিজান খান, ছাত্র শিবিরের নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শফিউল আলম সিমেন্ট ক্রসিং - আকমল আলী রোডস্থ এলাকায় সংক্ষিপ্ত গণসংযোগ করেন।