বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। মানিকগঞ্জ।জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও
বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির বিচারের দাবিতে কোট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০শে নভেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার সেসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।
গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা খালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনকালে ইসলামের অবমাননার অভিযোগের মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালতের বিচারক। ঘিওর থানায় করা ওই মামলায় আজ সকালে মাদারীপুর থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ।
পরে আজ বিকেলে মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মুফতি মোঃ আব্দুল্লাহ আজ সকালে এই মামলা করেন । বলে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কহিনুর ইসলাম জানান। 'বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনকালে আল্লাহ তায়ালা ও ইসলাম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।'