ধুনট (বগুড়া) প্রতিনিধি : আশেকে এলাহী শিবলী
বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহূর্তেই একটি গোয়ালঘর ভস্মীভূত হয়েছে এবং সংলগ্ন বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী (ছোট দিয়ার) গ্রামের শাহ-আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মেহেদী হাসান জানান, গভীর রাতে হঠাৎ শর্ট সার্কিট থেকে প্রথমে গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন বসতঘরে পৌঁছে গেলেও স্থানীয়দের দ্রুত তৎপরতা এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বড় ধরনের ক্ষতি থেকে ঘরটি রক্ষা পায়। তবে বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি গরুও দগ্ধ হয়।
প্রত্যক্ষদর্শে ও স্থানীয়রা বলেন,
“ধুনট এলাকায় সাম্প্রতিক সময়ে পরপর দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসকে আরও দ্রুততা বাড়াতে হবে। দুর্গম ও সরু গ্রামের রাস্তার কারণে দেরি হলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়—এটি এখন গুরুত্বপূর্ণ বিবেচনায় দেখা দরকার।”
ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোঃ সাব্বির হোসেন ক্ষয়ক্ষতির বিষয়ে বলেন,
“গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। তবে আগুনের ভেতর থেকে প্রায় এক লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
