1. news@dainiknayabangla.online : দৈনিক নয়া বাংলা : দৈনিক নয়া বাংলা দৈনিক নয়া বাংলা
  2. info@www.dainiknayabangla.online : দৈনিক নয়া বাংলা :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেলেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মোসলেহউদ্দিন বাহার দৈনিক সরেজমিন পত্রিকার সাংবাদিক জেলা প্রশাসকের নিকট তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আবেদন ১৫০ পিস ইয়াবাসহ ডিবির অভিযানে ধুনটে চার মাদককারবারি আটক অসহায় প্রতিবন্ধী জাকির হোসেনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত মহানাম সেবক সংঘ,চট্টগ্রাম। রেজি নং চট্টঃ ২৫২২/০৩ এর পরিচালনায় – পরিবারের অগোচরে বিষপান: ধুনটে যুবকের মৃত্যু সিএনজির ভিতরে অভিনব কায়দায় বহনকালে ৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ মাদক কারবারী সিএনজি সহ  সিপিসি-১, র‍্যাব-৫ এর জালে আটক  শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৪তম শুভ আবির্ভাব তিথি উদযাপন অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় পাবনার সাঁথিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

দিঘলিয়ায় এক যোগদান অনুষ্ঠানে এনামুল হক আল কুরআনের শাসনই দিতে পারে সকল বিশৃঙ্খলামুক্ত ও নিরাপত্তার বাংলাদেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি।

 

বাংলাদেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল বিশৃংখলা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শুক্রবার (২১ নভেম্বর) আসরবাদ দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া ২নং ওয়ার্ডের মোড়ল পাড়া বালিরমাঠে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসীবাদী আমলে চারদিকে যেমন অরাজকতা, সন্ত্রাস, শোষণ ও দুর্ণীতি ও আগুন সন্ত্রাসের সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। আজও তা অব্যাহত রয়েছে। দেশের সর্বত্র ভাঙ্গচুর ও জ্বালাও পোড়াও শুরু হয়েছে। মানুষকে এ থেকে মুক্তি পেতে হলে কোরআনের বাংলাদেশ গঠন করতে হবে। আর শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ্যবস্থা প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দিঘলিয়ার এ যোগদান অনুষ্ঠানে বিল্লাল মোড়লের নেতৃত্বে স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মোজাহার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। এর আগে তিনি মহেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে স ম এনামুল হক বক্তব্য রাখেন। এর পর তিনি দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন মাহবুব সাহেবের রাইসমিল চত্বরে দেয়াড়া ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক সমাবেশে বক্তব্য রাখেন। মোঃ মেছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্য নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল উপস্থিত ছিলেন। এরপর বাদ মাগরিব দিঘলিয়া ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক সমাবেশ ফরমাইশখানা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা উত্তর শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ ইলিয়াস হুসাইন ও খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট