
জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি।
বাংলাদেশে কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল বিশৃংখলা ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। শুক্রবার (২১ নভেম্বর) আসরবাদ দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া ২নং ওয়ার্ডের মোড়ল পাড়া বালিরমাঠে অনুষ্ঠিত এক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসীবাদী আমলে চারদিকে যেমন অরাজকতা, সন্ত্রাস, শোষণ ও দুর্ণীতি ও আগুন সন্ত্রাসের সমাজ প্রতিষ্ঠা হয়েছিল। খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। আজও তা অব্যাহত রয়েছে। দেশের সর্বত্র ভাঙ্গচুর ও জ্বালাও পোড়াও শুরু হয়েছে। মানুষকে এ থেকে মুক্তি পেতে হলে কোরআনের বাংলাদেশ গঠন করতে হবে। আর শোষণমুক্ত, সন্ত্রাসমুক্ত ও বৈষম্যহীন সমাজ্যবস্থা প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। দিঘলিয়ার এ যোগদান অনুষ্ঠানে বিল্লাল মোড়লের নেতৃত্বে স্থানীয় ও বিভিন্ন পর্যায়ের অর্ধ শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। মোজাহার মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। এর আগে তিনি মহেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে স ম এনামুল হক বক্তব্য রাখেন। এর পর তিনি দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন মাহবুব সাহেবের রাইসমিল চত্বরে দেয়াড়া ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক সমাবেশে বক্তব্য রাখেন। মোঃ মেছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অন্যান্য নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল উপস্থিত ছিলেন। এরপর বাদ মাগরিব দিঘলিয়া ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর এক সমাবেশ ফরমাইশখানা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা উত্তর শাখা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ ইলিয়াস হুসাইন ও খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান।