
নিজস্ব প্রতিবেদক ঃ চট্টগ্রাম
আজ ২০ নভেম্বর ২০২৫, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধিন ৩৮ নং ওয়ার্ডে সানমুন আইডিয়াল স্কুলের ক্লাস পার্টির সম্পন্ন হয়। স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শামীমা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র মহাসচিব, শিক্ষক নেতা এম.নজরুল ইসলাম খান।
সানমুন আইডিয়াল স্কুলের ক্লাস পার্টিতে প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, “আনন্দহীন শিক্ষা শিশুর জন্য শিক্ষা হতে পারেনা। শিশুদের শিখাতে হবে আনন্দের সাথে এবং শিশু শিক্ষার মূল উপাদান আনন্দ, ক্লাসউৎসব বা ক্লাস পার্টি শেখার অনুপ্রেরণা যোগায়, এটি স্কুলে করার প্রয়োজনীতা আছে। শেখার প্রেরণা এবং শেখায় আরো উৎসাহ দিতে শিশুদের আনন্দ দিয়ে শেখাতে হবে।”
এতে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সার্থক ও সফল হয়েছে। উপস্থিত ছিলেন রুবিনা বেগম, নার্গিস আক্তার, সুমাইয়া আক্তার, কুলসুমা আক্তার, জয়, হাসান, নাঈম, আরজু , আতিক হাসান, মনিরা প্রমুখ।