
বছরে ৭ কোটি টাকার চাঁদাবাজী!!চট্টগ্রাম বিমান বন্দর সড়কে হিউম্যান হলার পরিবহনে কাসেম – নুরুর বেপরোয়া চাঁদাবাজী,
শিরোনামে গত ৫ ও ১২ অক্টোবর ২০২৫ তারিখে, দৈনিক আজকালের দর্পন পএিকায় , প্রকাশিত সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়, এধরনের মিথ্যা বানোয়াট, একটা নিউজ প্রকাশ করে তারা আমার ক্ষতি সাদন ও মান ক্ষুণ্ণ করার জন্য কিছু অসাধু সাংবাদিক উটেপড়ে লেগেছে এবং আমার আশেপাশের কিছু কিছু গাড়ীর মালিক ও ড্রাইভার মিলে এসব মিথ্যা তথ্য প্রমাণ ছাড়া আমার নামে পএিকায় চাদাঁবাজীর সাথে জড়িত করতে উটে পড়ে লেগেছে আমার একটাই দোষ আমি এই গাড়ী গুলো শুধু মাএ গাড়ী মালিকের কর্মচারি ও গাড়ি চলাচলের পথে সুবিধা অসুবিধা দেখা শুনার দায়িত্ব আমার আর কিছু নয় গাড়ী গুলো দেখা শুনার দায়িত্বে জড়িত তাই আমি এখনো , কোন আইন গত ব্যাবস্তা নিই নি, ভুক্তভোগী জানান ! নিউজে লিখেছেন ৩২৫ টা গাড়ী, এবং মাসিক ২০০০/ এবং ৩০০০ এই টাকা কে বা কার নেয় আমি নিজে জানিনা আমার বেকারী ২০০৫ সালে প্রতিস্টিত আমার ব্যাবসায়ীক সরকারি বিধি মালা অনুযায়ী টিক না তাকলে সেটা দেখার জন্য সরকারি আলাদা আলাদা দপ্তর আছে কিন্তু সাংবাদিক কেন আমার ব্যাবসায়ীক ডকুমেন্টস টিক আছে কিনা দেখতে যাবেন এবং আমার নামে এ ধরনের নিউজ করার কারণ কি এটা আমি প্রশাসনের কাছে জানতে চায় এবং তদন্ত করে আইন গত ব্যাবস্তা চাই। এ নিয়ে অবভিপ্রেত কল্পনা প্রসৃত এবং মিথ্যা বানোয়াট তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আরোপ করা হয়েছে তার সাথে আমার বিন্দু পরিমান সম্পর্ক নাই, একটি কুচএুী মহল আমাকে নিয়ে প্রতিহিংসা পরবশ হয়ে এহেন জগন্যতম প্রচারণা চালিয়েছে। আমার বিষয়ে যা নয় যা আমার জানাও নেই এবং এই পর্যন্ত করা হয়নি চাঁদাবাজী । সেটা নিয়ে সংবাদ প্রচার করা মানে এটা আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করাই তাদের গুজব ছড়ানো বা প্রচার মাএ আর কিছু নয় । ভুক্তভোগী জানান আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কোন তথ্য প্রমাণ ছাড়া নিউজ প্রকাশ করেন আরও অভিযোগ করেন সাংবাদিক রা মাসিক চাঁদা চায় এবং, আমার একটাই দাবি প্রশাসন কি গাড়ীর ডকুমেন্টস ডকুমেন্টস চেক করার দায়িত্ব সাংবাদিক কে দিয়েছেন?? আগামীতে আমি বা আমার পরিচালিত গাড়ীগুলোর বিরুদ্ধে এধরনের সংবাদ
প্রকাশিত হয় তাহলে, আমি আইনগত ব্যবস্থাগ্রহণ করতে বাধ্য হব। এবং ই পি জেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবকে অনুরোধ করছি আমাদের কয়টি গাড়ি আছে এবং, চাঁদাবাজী কারা করে তা তদন্ত করে আইন গত ব্যাবস্তা গ্রহণ করতে,!!