
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন । মানিকগঞ্জ।
মানিকগঞ্জের ঘিওরে জাতীয় দৈনিক “৭১-এর বাংলাদেশ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক আ. ন. ম ছিদ্দিক তার পিতা- মাতা’র কবর জিয়ারত করেছেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি আকস্মিক সফরে ঘিওরে এসে কুস্তা কবরস্থানে তার পরিবারের সদস্যদের নিয়ে জিয়ারত করেন। ভাব-গাম্ভীর্যপূর্ণ ধর্মীয় আবেগে তিনি তার পিতা-মাতার পাশাপাশি কবরস্থানে শায়িত সকল কবরবাসীর জন্য দোয়া করেন। এসময় তার কণ্যাদ্বয় দানিয়া ছিদ্দিকী ও ছানিয়া ছিদ্দিকী এবং পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম মৃধা সহ ধর্মপ্রাণ মুসলমানগণ তার সাথে দোয়ায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী’ ২০২৫ খ্রিঃ তার মাতা ছাহেরা খাতুন পরলোক গমন করলে, তাকে এই কবরস্থানে দাফন করা হয়। এছাড়া ১৯৮৭ সালে তার পিতা ঘিওর নিবাসী মৌলভী মোঃ আব্দুল হাই (অবঃ পুলিশ ইনস্পেকটর) ইন্তেকাল করলে তাকেও এই কবরস্থানে দাফন করা হয়েছিল।
কবরস্থান জিয়ারতের পর সন্ধ্যায় সম্পাদক আ. ন. ম ছিদ্দিক মানিকগঞ্জে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সেখানে ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন এবং পত্রিকার চীফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ আজহার হোসেনকে পত্রিকার আইডি কার্ড পরিয়ে দেন।
এসময় সম্পাদক আ. ন. ম ছিদ্দিক দৈনিক ৭১- এর বাংলাদেশ পত্রিকার পক্ষ থেকে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে গঠনমূলক বক্তব্য রাখেন। তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক এ্যাড. মোঃ মুজিবুর রহমান, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বাদল, সাংবাদিক মোঃ সাবির হোসেন, সাংবাদিক মোঃ সুজন, সাংবাদিক রেজাউর রহমান খান, সাংবাদিক আশরাফুল ইসলাম রফিক সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।