
বীর মুক্তিযোদ্ধা ঊআজহার হোসেন। মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসে দুর্বৃত্তের আগুনে দগ্ধ চালক তিন দিন পর মারা গেছেন।
১৭ই নভেম্বর ২০২৫ ইং সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।
জানা গেছে নিহত বাস চালক পারভেজ খান (৪৫) সদর উপজেলার বারাইভিকড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহত বাসচালকের ছেলে সুমন খান বলেন, অগ্নিদগ্ধ হওয়ার পর বাবাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। দুই দিন তার সিসিইউতে চিকিৎসা চলে।
গত শনিবার দুপুর ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সকাল ৯টার দিকে সেখানে বাবার মৃত্যু হয়। এখানে ময়নাতদন্ত সহ আইনী প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নেওয়ার হবে।
হলি চাইল্ড স্কুলের অধ্যক্ষ ও বাসের মালিক মো. আশরাফুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।
আজ সকালে অগ্নিদগ্ধ পারভেজ খান মৃত্যুবরণ করেছে। এখনও লাশ ঢাকায় আছে। বিকেলের দিকে লাশ নিহতের বাড়িতে আনা হবে। মৃত্যুর বিষয়টিও ওসিকে জানানো হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, দগ্ধ বাসচালক মারা গেছেন বলে জেনেছি। এর আগে এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার ১৪ই নভেম্বর ২০২৫ মাঝরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় থেমে থাকা হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা চালক পারভেজ খান আগুনে দগ্ধ হন।