জাহিদ হোসেন, -খুলনা জেলা প্রতিনিধি
খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা এলাকায় সনাতনী(হিন্দু) ধর্মাবলম্বীদের বসবাস। সনাতনী ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে একসাথে মিলেমিশে তাদের ধর্মীয় পূজাপার্বণ করে আসছে। কিছুদিন হয়েছে সেখানে মতপার্থক্যের তীব্র বিরোধের দেখা মেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, সনাতনীদের কালীপূজা হতো ডোমরা দক্ষিণপাড়া কালীমন্দির যার পরিচালনায় রয়েছে বিনয় কৃষ্ণ সরকার(৭৪) তার পাশে আরও একটি মন্দির ছিলো যেটার নাম ডোমরা দক্ষিণপাড়া গাছতলা কালীমন্দির যেটা নদী ভাঙ্গনের কবলে পরে। পরবর্তীতে এই পূজা মন্দিরের পাশে বসবাসরত লোকজন নতুন করে মন্দির নির্মাণের জন্য জেলা পরিষদ বরাবর দরখাস্ত জমা দেয়। সেখানে ডোমরা দক্ষিণপাড়া কালীমন্দিরের ছবি ব্যবহার করা হয় এবং জেলা পরিষদ থেকে ১লক্ষ টাকার অনুদান উত্তোলন করে দক্ষিণপাড়া কালীমন্দিরের পরিবর্তে গাছতলা মন্দিরে নতুন মন্দিরের কার্য শুরু করা হয়। তবে যে মন্দিরের ছবি তোলা হয় সে মন্দিরের পরিচালকে তার কিছুই বলা হয়নি, সেকারণে বিনয় কৃষ্ণ সরকার এবং তার পুত্র বিজয় সরকার(৩৫) জেলা পরিষদ বরাবর মন্দিরের অনুদানের ১লক্ষটাকা আত্মসাতের অভিযোগ দায়ের করে। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘরোয়া আলোচনার মাধ্যমে মেটানো হয় তবুও মনের মিলন হয়নি। ঐ এলাকার কথা বিবেচনা করে দিঘলিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সৌমিত দত্তের নিজ উদ্যোগে ১৫ নভেম্বর ঘটনা স্থলে পরিদর্শন করে সাংবাদিকবৃন্দ এবং ঐ এলাকার সকল বাসিন্দাদের নিয়ে মন্দিরের সমস্যার সমাধান করা হয়। সকলে একসাথে পালাক্রমে দুইটা মন্দিরে সম্মিলিতভাবে পূজা করার আহবান করেন সৌমিত্র দত্ত। এই আহবান সকলে মেনে নেয় এবং মিলনমেলার সৃষ্টি হয়।