
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
বায়েজিদ জোয়ার্দার
রাজধানী থেকে চুয়াডাঙ্গার সাবেক এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের ছোট ভাই ও চুয়াডাঙ্গা পৌরসভা সাবেক সফল মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক জনপ্রিয় যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করেছে ডিবি।
অদ্য ১৩ নভেম্বর ২০২৫ ইং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, নাশকতার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার সাবেক পৌরসভা সফল মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।