
দৈনিক নয়া বাংলা ডেস্কঃ
শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি এক গভীর সহযোগিতামূলক দায়িত্ব ও সৃজনশীলতার উৎস। এই চেতনা থেকেই সানমুন আইডিয়াল স্কুল সম্প্রতি আয়োজন করেছে বার্ষিক “শিক্ষক রিফ্রেশমেন্ট ২০২৫” অনুষ্ঠান।৭ নভেম্বর অনুষ্ঠিত এ বছরের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল — “সহযোগিতার আনন্দে শিক্ষকতা”, যা বিশ্ব শিক্ষক দিবস ২০২৫-এর মূল ভাব “Recasting teaching as a collaborative profession”-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব শিক্ষক মিলনায়তনে এক আনন্দঘন পরিবেশে। আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের মাঝে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব ও মানসিক সতেজতা বৃদ্ধি করা।
এতে প্রশিক্ষক,থানা শিক্ষা সমন্বয়কারী,সুপরিচিত ব্যক্তিত্ব আব্দুল হাকিম চৌধুরীর স্যার উপস্থিত থেকে মূল প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন।এতে উদ্বোধনী বক্তব্য রাখেন
স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মল্লিক। সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামীমা আক্তার।
এতে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক এম নজরুল ইসলাম খান।
সানমন আইডিয়াল স্কুলের সকল শিক্ষকবৃন্দ এতে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সার্থক ও সফল করেছেন। উপস্থিত ছিলেন রুবিনা বেগম, নার্গিস আক্তার, সুমাইয়া আক্তার, কুলসুমা আক্তার, জয়, হাসান, নাঈম, মিরাজ, আতিক হাসান, মনিরা প্রমুখ।