নিজস্ব প্রতিবেদক ঃ
আজ ৬ নভেম্বর ২০২৫, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড এর চাঁন্দারপাড়াস্থ 'চট্টগ্রাম মডেল স্কুল'র ২০২৫ সনের সিলেবাস বা শিক্ষা সমাপনী উপলক্ষে ক্লাস পার্টি উৎসব অনুষ্ঠিত হয়।উপস্থিত সকল শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।এ সময়উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন ইসলাম,সিনিয়র শিক্ষক মো.ইলিয়াছ,রুমানা পারভীন,কনিকা দাস,লাকি দাস,লাকি আক্তার,সুপন দেবনাথ,মেহেদী হাসান ছোটন,মমিনা আক্তার প্রমুখ।
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান বলেন, "আনন্দ হলো শিক্ষার প্রাণ, আর আনন্দ পেতে যে সমস্ত বিষয় শিশুদের যুক্ত করতে হবে তার মধ্যে ক্লাস পার্টির মতো বিষয়টি জড়িত। শিশুদের আনন্দের যেন একটি বড় বা প্রধান উপাদান হতে পারে স্কুল অথবা স্কুলের কার্যক্রম। আনন্দের সাথে যুক্ত করেই শিশুদের শিক্ষা অর্জনে উদ্বুদ্ধ করা দরকার। শিক্ষার্থীদের আনন্দ- উৎসব এবং উদ্দীপনা বৃদ্ধি করার জন্য শিক্ষার সমাপনী অনুষ্ঠানে/ ক্লাস পার্টিতে পড়াশোনার মনোভাব বৃদ্ধি পাবে।কেননা বর্তমান এই যুগে এন্ড্রোয়েড ফোন /মোবাইল- ইন্টারনেট- facebook - টিক টক- ইনস্টাগ্রাম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গেইম শিশুদের বিভিন্ন ভাবে অনলাইন এডিক্টেড করছে। শিশুরা পড়াশোনায় এমনভাবে মন- মানসিকতা হারিয়ে ফেলছে যে, পড়াশুনা তাদের বিরক্তিকর মনে হচ্ছে। এমতাবস্থায় পড়াশোনার বা কোন কাজে আনন্দ না দিলে তাদের ধরে রাখা সম্ভব নয়।উচুয়াল জগ ভার্চুয়াল জগৎ থেকে তাদেরকে ফিরিয়ে বাইরে আনন্দের ব্যবস্থা করতে হবে যাতে থাকবে শিক্ষণীয় বিষয়।