বাবুল হোসেন বাবলা ( চট্টগ্রাম)
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত চট্রগ্রাম ১১আসনের প্রার্থী ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড পরিচালক এবং সাবেক কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম শুক্রবার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা,আলী শাহ, মাদ্রাজী শাহ্ পাড়া এবং নারিকেল তলা হক সাহেব রোডস্থ নতুন সাইট পাড়ায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সাথে আমরা দীর্ঘদিন জোটগত আন্দোলন সংগ্রাম করছিলাম ফ্যাসিস্ট সরকার কে বিদায় করতে। কিন্তু সেই আপনারা অযাচিত আচরণ করে অনেকটা স্বৈরাচারী কায়দায় রাজনীতিতে আচার আচরণ করতে শুরু করেছেন, ক্ষমতার মহালোভে চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপ করে নিরীহ মানুষ কে র্দূভোগে না ফেলতে দৃঢ় আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো দিনের ভোট রাতে এবং কেন্দ্র দখল - ভোটের বাক্স ছিনতাই করার চেষ্টা করলে জামায়াতের নেতাকর্মীরা তা তীব্র ভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরো বলেন, রাজনৈতিক ফয়সালা রাজপথেই সমাধান করার কথা উল্লেখ করেন।
আগামীতে মা - বোনদের কে অন্যায় ও জুলুম নির্যাতন করে কে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তা রুখে দাঁড়াতে বিশেষভাবে উল্লেখ্য করেন।
সাইট পাড়ায় উঠান বৈঠকে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমীর মাওলানা আবুল মোকারম, ওয়ার্ড জামায়াতের যুব নেতা ও কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহেদ, সাইট পাড়া সাংগঠনিক সভাপতি মোঃ মোকারম আলী, জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সোহেল, জামায়াত নেতা হাফেজ মাওলানা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন মিন্টু, জামায়াতের সাংগঠনিক নেতা ডাঃ মোঃ কামাল উদ্দিন,যুব ইউনিট নেতা মোঃ জাহিদ হোসেন, সাইট পাড়া কেন্দ্র প্রধান মোঃ শফিউল আজম,উপ - কেন্দ্র প্রধান মোঃ ইউনুছ, শামসুল আলম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বিকেলে আলী শাহ পাড়ায়, মাদ্রাজী শাহ্ পাড়া , বন্দরটিলা কাঁচাবাজার এলাকায় এবং নারিকেল তলাস্থ হক সাহেব রোডে সাইট পাড়া এলাকায় উঠান বৈঠকে পৃথক- পৃথকভাবে বৈঠকে মিলিত হন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী শফিউল আলম।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অবৈধ, অন্যায় , মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধে এগিয়ে আসার দৃঢ় আহ্বান জানিয়েছেন।