মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):
চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর মুন্সিঘাটা এলাকায় অবস্থিত রাউজান সর্বজনীন শ্রীশ্রী রাস বিহারী ধাম-এর উদ্যোগে আগামী ৩ নভেম্বর থেকে ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য শ্রীশ্রী রাধাকৃষ্ণের মহানামযজ্ঞ ও রাসোৎসব।
‘বিশ্বশান্তি ও মানবকল্যাণ’-এর মহান উদ্দেশ্যে আয়োজিত এ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই পুরো এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের আয়োজনে দায়িত্ব পালন করছে রাউজান সর্বজনীন রাস উদযাপন পরিষদ ২০২৫।
অনুষ্ঠানের সময়সূচি-
৩ নভেম্বর ২০২৫ সোমবার
বিকাল ৩টা ধর্মীয় সংগীতানুষ্ঠান (স্থানীয় শিল্পীবৃন্দ), সংগীত পরিচালনায় পার্থপ্রতিম দাশ ও জয় ভট্টাচার্য্য।
রাত ৮টা ধর্মীয় ব্যান্ডসংগীত (পরিবেশনায়: ভৈরব)।
৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল ৩ টা ধর্মীয় সংগীতানুষ্ঠান (স্থানীয় শিল্পীবৃন্দ), সন্ধ্যা ৬টা ধর্মীয় আলোচনা সভা প্রধান বক্তা বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ (রণী)।
রাত ৮টা কৃষ্ণলীলা নৃত্যনাট্য (ঘুঙুর নৃত্যকলা, পরিবেশনায়: স্বপন দাশ)।
রাত ৮টা ৩০ মিনিট শ্রীশ্রী রাসপূজা, রাত ৯টা ধর্মীয় সংগীতানুষ্ঠান (পরিবেশনায় টিম বৃষ্টি)।
৫ নভেম্বর ২০২৫ বুধবার সকাল ১০টা বিনামূল্যে চিকিৎসা সেবা (চক্ষু, মেডিসিন ও রক্তের গ্রুপ নির্ণয়),বিকাল ৩টা ভাগবত বন্দনা,সন্ধ্যা ৭টা গঙ্গা আরতি ও দামোদর প্রদীপ প্রজ্জ্বলন,রাত ৮টা শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস কীর্ত্তন
পরিবেশনায় শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী মহারাজ, শ্রীঅঙ্গন ফরিদপুর।
৬ ও ৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার ও শুক্রবার
শ্রীশ্রী নামসংকীর্ত্তন,
শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ
মহাপ্রসাদ বিতরণ ও আস্বাদন।
৮ নভেম্বর ২০২৫ শনিবার সমাপনী অনুষ্ঠান শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের পূর্ণাহুতি।
পাল্টা কীর্ত্তন পরিবেশনায় থাকবেন কবিয়াল বিষ্ণুপদ সরকার ও কবিয়াল সঞ্জয় দাশ।
বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা
এই মহানামযজ্ঞ ও রাসোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেবেন অসংখ্য ভক্ত ও সম্প্রদায়ের প্রতিনিধি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মহানাম যজ্ঞ সংকীর্তন পরিবেশন করবেন
শ্রীশ্রী দেব নারায়ণ সম্প্রদায় (সাতক্ষীরা),
শ্রীশ্রী মিলন তীর্থ সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রীশ্রী শিশু গোপাল সম্প্রদায় (মাগুরা), শ্রীশ্রী দেব-দেবী সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী রাধিকা সম্প্রদায় (গোপালগঞ্জ)।
আয়োজনে-
রাউজান সর্বজনীন শ্রীশ্রী রাস বিহারী ধাম সুলতানপুর (মুন্সিঘাটা) রাউজান পৌরসভা, চট্টগ্রাম।