1. news@dainiknayabangla.online : দৈনিক নয়া বাংলা : দৈনিক নয়া বাংলা দৈনিক নয়া বাংলা
  2. info@www.dainiknayabangla.online : দৈনিক নয়া বাংলা :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অস্থায়ী অফিস কার্যালয় শুভ উদ্বোধন রাউজান পৌরসভার সুলতান পুরে বাক প্রতিবন্ধী পরিবারের বসতবাড়ি ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক বেদখলের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন.. রাজশাহী মহানগরী হতে বিপুল পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইন সহ আন্ত: জেলা মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ বিএনপিতে চাঁদাবাজদের কোন স্থান হবে না : সাবেক এমপি হাবিব দক্ষিণ হালিশহরে আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: জানে আলম স্মৃতির শুভ সূচনা খুলনা দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় নারিকেল তলায় হিলফুল ফুযুল মানব কল্যাণ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন মোল্লাহাটেধর্ষণকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ: ইসকন নিষিদ্ধের দাবি সাংবাদিকতার উৎকর্ষে সংগঠন গুরুত্বপূর্ণ’ চট্টগ্রাম শিশু একাডেমীতে প্রতিবন্ধিতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহী মহানগরী হতে বিপুল পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইন সহ আন্ত: জেলা মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার  রাজশাহী বিভাগ।

 

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর-১২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিা থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেট নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আসারুল রনি (২১), পিতা-মোঃ শামসুল আলী, সাং-দিয়ারমানিকচক মধ্যপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২। মোছাঃ জাহানারা (৫০), পিতা-হযরত আলী শেখ, স্বামী-মৃতঃ লিয়াকত আলী, সাং-সিরাজগঞ্জ রেলকলোনী, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত হেরোইন-৬৪০ গ্রাম, প্রিন্টার-০১টি, মোবাইল-০২টি উদ্ধার করে।
ধৃত ২নং আসামি জাহানারা বেগম (৫০) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার টেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করতঃ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ডেলিভারি করে আসছিলো। এছাড়া ধৃত ১নং আসামি মোঃ আসারুল রনি’র বাড়ী গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগম সহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ইতিপূর্বের ধারাবাহিকতায় সে আজকেও সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেন যোগে রাজশাহীতে আসে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ধৃত ১নং আসামির কাছে থাকা ০১ টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
ধৃত আসামিদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট