
আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন স্টাফ রিপোর্টার রাজশাহী বিভাগ।
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর-১২.১৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিা থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেট নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আসারুল রনি (২১), পিতা-মোঃ শামসুল আলী, সাং-দিয়ারমানিকচক মধ্যপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ২। মোছাঃ জাহানারা (৫০), পিতা-হযরত আলী শেখ, স্বামী-মৃতঃ লিয়াকত আলী, সাং-সিরাজগঞ্জ রেলকলোনী, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত হেরোইন-৬৪০ গ্রাম, প্রিন্টার-০১টি, মোবাইল-০২টি উদ্ধার করে।
ধৃত ২নং আসামি জাহানারা বেগম (৫০) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও ইতিপূর্বে বেশ কয়েকবার টেন/বাস যোগে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করতঃ সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট ডেলিভারি করে আসছিলো। এছাড়া ধৃত ১নং আসামি মোঃ আসারুল রনি’র বাড়ী গোদাগাড়ীর দূর্গম চরে হওয়ায় সে সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে পদ্মা নদী পার হয়ে জাহানারা বেগম সহ অনেকের কাছে হেরোইন সাপ্লাই দিত। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, ইতিপূর্বের ধারাবাহিকতায় সে আজকেও সিরাজগঞ্জ হতে হেরোইন ডেলিভারি গ্রহণ করার জন্য ট্রেন যোগে রাজশাহীতে আসে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শিরোইল রেলওয়ে মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ধৃত ১নং আসামির কাছে থাকা ০১ টি নষ্ট প্রিন্টার এর বক্স তল্লাশি করে প্রিন্টারের টোনারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।
ধৃত আসামিদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আন্তঃ জেলার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ উপস্থিত ছিল।