
জি ম শরিফুল ঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি
তালায় জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ছাত্রদলের উদ্যোগে যৌথ মত বিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সভ্যসাচী রাজনীতির কাব্য পুরুষ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন বিএনপিতে কোন চাঁদাবাজ দখলবাজের স্থান হবে না। বিএনপি জনগণের দল, জনগণের সাথে কোনো অন্যায় করলে শক্ত হাতে তাকে সবাই মিলে প্রতিহত করা হবে। ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন বিএনপি জনগণের রাজনীতি করে জনকল্যাণের কাজ করে
রবিবার (২৬ অক্টোবর) বিকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান-গোলাম মোস্তফা উপজেলা যুবদলের সাবেক সভাপতি স.ম ইয়াছিন উলাহ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফ উল ইসলাম মারুফুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুবদলের সাইদুর রহমান সাইদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, সদস্য সচিব আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের মুহিত ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদস্য সচিব এস কে ফারুক হোসেন তালা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন সরদার ও বর্তমান তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন সাগর প্রমুখ।
এ সময় জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উপজেলা ইউনিটের সুপার ফাইভ ও উপজেলার বারটি ইউনিয়নের সুপার থ্রি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।