রায়হান শেখ, মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:
দেশে চলমান ধর্ষণ কাণ্ডে প্রশাসনের উদাসীনতা, ধর্ষকের দ্রুত বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটের মোল্লাহাটে বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টায় তৌহিদি জনতার আয়োজনে উপজেলার প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা হাতে প্লাকার্ড নিয়ে, ধর্ষণের বিরুদ্ধে একত্রিত হও, ন্যায়বিচার চাই, প্রশাসনের উদাসীনতা বন্ধ করো, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ এই ধরনের স্লোগান দেন।
মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এর আগে উপজেলার প্রধান সড়ক চৌরঙ্গী চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা আমরা হতাশ করেছে। হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের একাধিক ঘটনা উল্লেখ করে তারা বলেন এখনি ইসকনের লাগাম টানতে হবে। ইসকনের মুসলিম নিধন কর্মসূচি ও হিন্দুত্ববাদী জঙ্গিদের মুসলিম মহিলাদের ধর্ষনের ঘটনা মুসলিম জাতির ঈমানে আঘাত হেনেছে।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, সরকার যদি হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ না করে এবং আমাদের মুসলিম মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
এছাড়া, বক্তারা ধর্ষণের শিকার নারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা সবার প্রতি সচেতনতা তৈরির আহ্বান জানান এবং দেশের নারী-পুরুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে নিরলস প্রচেষ্টার আশা করেন। সমাবেশ শেষে সংগঠকরা ধারাবাহিকভাবে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।