বাবুল হোসেন বাবলা, সিনিয়র রিপোর্টার চট্টগ্রাম ঃ
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড নারিকেল তলা এলাকায় হিলফুল ফুযুল মানব কল্যাণ পরিষদের ২য় তাফসীরুল কুরআন মাহফিল গতকাল ২৩ অক্টোবর, বৃহস্পতিবার রাতে সম্পন্ন হয়েছে।
প্রবীণ আলেমেদ্বীন ও হক সাহেব জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক ডাঃ মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম -১১ জামায়াতের মনোনীত প্রার্থী ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ড পরিচালক আলহাজ্ব শফিউল আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফাচ্ছিরে কোরআন ,ঢাকা থেকে আগত আন্তর্জাতিক ইসলামী বক্তা মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা ক্বারী মোঃ ইব্রাহীম খলিল, মাওঃ হাবীবুর রহমান, মাওলানা জিয়াউল করিম নিজামী,রফিক উদ্দিন (এম এস এস), হাফেজ মুহাম্মদ বখতিয়ার, ডাঃ মেজবাহ উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য হিলফুল ফুযুল মানব কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আহাদ, পরিচালক মুহাম্মদ ইউসুফ, জেনারেল সেক্রেটারি , পরিচালক মুহাম্মদ শাহিন আলম সহ অন্যান্য ওলামা মাশায়েখ গণ মঞ্চে উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, মহানবী সা: এর সমাজ ঐতিহাসিক হিলফুল ফুযুল সংঘের যে, কল্যাণ মূলক কর্মকান্ডের বিস্তৃতি প্রকৃত ভাবে ছড়িয়ে দিতে পারলে দেশ সমাজের উন্নয়নে এগিয়ে যাবে। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের কল্যাণ মূলক কাজের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন, আন্তর্জাতিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী।