নয়া বাংলা ডেস্কঃ
২১ অক্টোবর ২০২৫, “সুস্থ থাকব, টিকা নেব” — এই শ্লোগানকে সামনে রেখে 'চট্টগ্রাম মডেল স্কুল-এ স্কুলভিত্তিক টাইফয়েড টিকা ক্যাম্পেইন–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্যাম্পেইনটি পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ ও সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) অধিদপ্তর।
চট্টগ্রাম মডেল স্কুলের ম্যানেজিং কমিটি (SMC) সম্মানিত সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজীর সভাপতিিত্বে শিশুদের মধ্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন ' বাংলাদেশ সাংবাদিক ক্লাবে'র সম্মানিত চেয়ারম্যান,সাংবাদিক মোঃ খলিলুর রহমান,
বিপুল উৎসব উদ্দীপনার মাধ্যমে এ কর্মসূচি সফল করতে, শিশুদের মধ্যে উৎস প্রদান করতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা বৃন্দ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সহকারী সীমা সিংহ, স্বাস্থ্য সহকারি মোঃ আবু তাহের, স্বাস্থ্য সহকারী বেবি আক্তার। চট্টগ্রাম মডেল স্কুলের পরিচালক,সহকারী প্রধান শিক্ষক মোসা. ইয়াসমিন ইসলাম, সাংবাদিক মোঃ কায়সার,সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, রুমানা পারভীন, কণিকা দাস, লাকি আক্তার, মোহাম্মদ মেহেদী হাসান ছোটন,লাকি দাস, সুপন দেবনাথ,মমিনা আক্তার প্রমুখ।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রাক- প্রাথমিক থেকে থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজী বলেন, “শিশুদের সুস্থতা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব। টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবেনিয়মিতভাবে স্কুলে উপস্থিত হতে পারবে শিশুরা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
কর্তৃপক্ষ স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার এমন উদ্যোগ অব্যাহত থাকবে এ আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য যে,যারা আজ টিকা নিতে পারেনি তারা আগামী নভেম্বর মাসের রবিবার ও বুধবার ৩৮ ওয়ার্ডের কলসি দীঘির পাড়' আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়' গিয়ে টিকা নিতে পারবে।নিয়ম মতে সবাইকেই টিকা দেয়া হবে, সিটি করপোরেশনের আওতাভুক্ত যে কোন কেন্দ্রে যোগাযোগ করে টিকা নিতে পারেন,কোন সমস্যা মনে হলে স্কুলে যোগাযোগ করে নিন।০১৭১০৭৩৮৮৪০