বিশেষ প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশের ধাওয়ায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ব্যানার এবং বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রাজশাহীর মো. জনি, নীলফামারীর জলঢাকার এ বি এম সিরাজুল মনির, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুরের বদরগঞ্জের মুজাহিদুল, বাগেরহাটের মোল্লাহাট এলাকার মামুনুর রহমান সরদার ও মো. সজিব খান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “সকালে গণভবন ক্রসিং এলাকায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে আসাদগেট ও লালমাটিয়া এলাকা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।